আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক), খুলনা, টিআইবি
দুপুর ১২ টায় শহিদ হাদিস পার্কে দুর্নীতি বিরোধী পোস্টার প্রদর্শনীর আয়োজন করেন। উক্ত প্রতিযোগিতায় খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি ইচ্ছুক ১৫ তম ব্যাচের ৩জন নবীন চারু শিল্পী ৪জন শিশু শিল্পী মোট ৭জন অংশগ্রহণ করেন।
বিকাল ৪ টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি অডিটোরিয়াম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী
দিবসের আলোচনা সনাক-খুলনা এর সভাপতি এ্যাড. কুদরত-ই-খুদা এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন । সহ সভাপতি রমা রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খুলনা এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব দীপঙ্কর দাশ। অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন টিআইবি'র সিই বিভাগের সমন্বয়ক জনাব কাজী শফিকুর রহমান। সবার একই বক্তব্য সমন্বিত উদ্যোগের মাধ্যমে আসুন আমরা একত্রিত হয়ে দুর্নীতি মুক্ত বাংলাদেশ বিনির্মাণে মনযোগী হই'।অনুষ্ঠানে এই দিবসের উপর আলোচনা করেন সনাক সদস্য অধ্যাপক আনোয়ারুল কাদির, দুদকের জেলা সমন্বিত কার্যালয়, খুলনা এর উপ পরিচালক জনাব আবদুল ওয়াদুদ এবং ইয়েস দলনেতা জয়দ্রত শীল। আলোচনা সভায় বক্তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার উপর বিশেষ জোর দেন এবং পরিবার থেকে দুর্নীতি বিরোধী সংস্কৃতি গড়ে তুলতে হবে বলে মত দেন। আলোচনা শেষে দুর্নীতি বিরোধী পোস্টার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি এ্যাড. কুদরত-ই-খুদা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান, বিশেষ করে তরুণদেরকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানায়।সকল অংশগ্রহণকারীদের মধ্যে ১০ জনকে পুরস্কৃত করেন। খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থীরা প্রথম থেকে চারজন সফলতা অর্জন করেন ।বিজয়ী হয়ে সবাই প্রতিষ্ঠানে ফিরে আসে এতে চিত্রশিল্পী মিলন বিশ্বাস অত্যন্ত আনন্দিত হয় এবং তখন উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক শিলা বিশ্বাস এবং অভিভাবকবৃন্দ ।নবীন চারু শিল্পীদের এই প্রাপ্তি প্রতিষ্ঠানের সম্মান বয়ে এনেছে। তাই চিত্রশিল্পী মিলন বিশ্বাস তাদের সকলকে আশীর্বাদ করেন তারা যেন এবছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সফলতা অর্জন করতে পারেন। সফলতা অর্জন করে তার পিতা-মাতার মুখে হাসি ফোটাতে পারেন এবং প্রতিষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তবেই আমি আরো আনন্দিত হবো আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন সবাই তাদের জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন।