চিত্রশিল্পী প্রতাপ বিশ্বাসের নবম মৃত্যুবার্ষিকীতে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করেন।
খুলনা আর্ট কলেজের ২০০২ সালের আমার ব্যাচমেট এবং রুমমেট ছিলো চিত্রশিল্পী প্রতাপ বিশ্বাস। পড়ালেখা শেষ করে ফরিদপুর মেডিকেল কলেজে চাকরিরত ছিলেন ।
হঠাৎ করে ২০১৫ সালে এই দিনে সবাইকে কাঁদিয়ে চির দিনের জন্য হারিয়ে যান। আমি অত্যন্ত ব্যথিত কারণ তার সঙ্গে বিজড়িত স্মৃতিগুলো আমার হৃদয় জাগ্রত।
আমি সবসময় ব্যতিক্রম ভাবে সবকিছু করার চেষ্টা করি। আমরা দুই বন্ধু ছবি আঁকছি হঠাৎ করে প্রতাপ বিশ্বাস আমাকে বলেন বন্ধু তুই কি মুখ থেকে ছবি আঁকাতে পারবি। আমি তাৎক্ষণিক রবি ঠাকুরের ছবি এঁকেছিলাম । এভাবেই আমার বন্ধু আমাকে মুখ থেকে ছবি আঁকার জন্য প্রথম অনুপ্রেরণা যুগিয়েছিলেন। তাই আমি যতবার মুখ থেকে ছবি এঁকেছি ততবার তাকে স্মরণ করেছি। এভাবে একা একা স্বার্থপরের মত চলে গেলে দূর অজানায়। তার একটি মাত্র সন্তান রেখে গেছেন, সবাই তার সন্তানের জন্য শুভকামনা করবেন এমন প্রত্যাশা আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস ।
★আপনি মানব জীবন পেয়েছেন তাই এমন কাজ করুন যাতে মৃত্যুর পরেও আপনাকে মানুষ মনে রাখবেন- চিত্রশিল্পী মিলন বিশ্বাস।