নিজস্ব প্রতিবেদক:
খুলনার প্রাণকেন্দ্রে ৩৬ ইকবাল নগর,খুলনা আর্ট একাডেমিতে শিশুদের আনন্দ দেওয়ার জন্য ২৩শে নভেম্বর রোজ শনিবার বিকাল ৪ ঘটিকায় খুলনা আর্ট একাডেমিতে বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত জাদুশিল্পী ব্রাইট স্টার এন সায়মন খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পীদের মাঝে ১ঘন্টা জাদু দেখান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শাহিন হোসেন সভাপতি সি ইউ সি খুলনা, বিশেষ অতিথি মোহাম্মদ মিলন মীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব, একরাম-উদ-দৌল অভিনয়, সি ইউ সি স্কুল এর সহকারি প্রধান শিক্ষিকা কারিমা আক্তার,আরিফা ইসলাম খুকুমণি সহকারি শিক্ষিকা, মিম আক্তার মণিকা সহকারি শিক্ষিকা, এবং খুলনা আর্ট একাডেমির
সহকারি শিক্ষিকা সিনিয়া, এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষার্থী শামীম, সৌহার্দ্য ,তথাপি,প্রিয়ন্তী, সম্প্রীতি,মৌমি, উর্মি,আনিলা,কুশল,আয়ান, সাকিব,রায়েন,রাইয়ান,সাম্য,জারীশ,অনা,আরিয়ান, আদিত্য,তাহামনি,আয়ান,আরশিন,প্রাপ্তি প্রমুখ সহ সকল শিক্ষার্থীর অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস। সার্বিকভাবে সহযোগিতা করেন সহকারি পরিচালক শিলা বিশ্বাস।
অনুষ্ঠানের শেষে সকল অভিভাবক তাদের অনুভূতি বক্তব্য রাখেন। এ ধরনের আয়োজন করার জন্য খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এবং জাদুশিল্পী এন সায়মনকে ধন্যবাদ জানায় অভিভাবকরা। এবং শিশুরা ভবিষ্যতে আবারও এরকম সুন্দর আয়োজন করার অনুরোধ জানায়।এই আনন্দঘন মুহূর্তে যে সকল অভিভাবক আজকে এখানে তাদের সন্তানকে নিয়ে উপস্থিত হয়েছিলেন এই সুন্দর মুহূর্তটি দেখার সুযোগ করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানায় এবং সকল শিশু শিল্পীদের মাঝে চকলেট প্রদান করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবং সবার উদ্দেশ্যে বলেন শুধুমাত্র পড়াশোনা আর পড়াশোনা এর মধ্যে শিশুদের সময় অতিবাহিত করলে মানসিকভাবে অনেকটাই চাপ পড়ে। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে যুক্ত থাকবেন এই বলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।