নিজস্ব প্রতিবেদক:
আজ ৫ই জানুয়ারি ২০২৫ বিশিষ্ট আইনজীবী, সাবেক পাবলিক প্রসিকিউটর এবং চট্টগ্রাম আইন কলেজের অধ্যাপক কাজী মুহাম্মাদ সিকান্দার সাহেবের ৩২ তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৩ সালের ৫ জানুয়ারী এ দিনে তিনি ইন্তেকাল করেন।প্রথিতযশা এই আইনজীবী চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা গ্রামের সম্ভ্রান্ত "কাজী পরিবার" এ জন্মগ্রহণ করেন ও বেড়ে ওঠেন। তবে তাঁর জীবনের অধিকাংশ সময় তিনি সপরিবারে চট্টগ্রাম নগরীর জামাল খাঁন এলাকার হেমসেন লেইন এর বাসভবনে অতিবাহিত করেছিলেন।উল্লেখ্য, ঝটিকা ট্রেডার্স এর ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী আকবর হলেন তাঁর মেজ পুত্র এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেইন (বীর প্রতীক) প্রয়াত গিয়াস উদ্দিন আহমাদ হলেন তাঁর জামাতা।
এছাড়া লেখক, কবি ও অনুবাদক কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান হচ্ছেন তাঁর জ্যেষ্ঠ্য পৌত্র। তরুণ এই সাহিত্যিক তাঁর পিতামহের জন্যে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দু’আ চেয়েছেন।।