পরিমল বিশ্বাস, বাঘারপাড়া ( যশোর) সংবাদদাতা:
সামাজিক ও মানবিক কাজে অবদান রাখায় বিশেষ স্বীকৃতি স্বরূপ “সম্মাননা স্মারক” পেল যশোরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন অপটিলাক্স ব্লাড ডোনেশন ফ্যামিলি।
শনিবার (২ নভেম্বর) যশোরের বেনাপোলে বন্ধন ব্লাড ফাউন্ডেশনের ৪র্থ বর্ষে পর্দাপন উপলক্ষে বেনাপোল হাইস্কুল প্রাঙ্গনে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।
সম্মাননা স্মারক গ্রহণ করেন অপটিলাক্স ব্লাড ডোনেশন ফ্যামিলি প্রতিষ্ঠাতা নাহিদ হাসান অপু,রায়হান উদ্দিন, এসময় আরো উপস্থিত ছিলেন, মো: তারেক, ইমরান হোসেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে অনলাইনভিত্তিক অন্যতম সক্রিয় সেচ্ছাসেবী সংগঠন বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশন । এতে লাল, নীলসহ বিভিন্ন রঙের বিশেষ ইউনিফর্ম পরিহিত স্বেচ্ছাসেবকদের ঢল নামে।
অনুষ্ঠিত এ প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলায় অংশগ্রহণ করেন বেনাপোল বন্ধন ব্লাড ফাউন্ডেশন এর ২০২৪ – ২০২৫ কেন্দ্রীয় কমিটির সকল স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ সহ বেনাপোল যশোর, সাতক্ষীরা, খুলনা সহ পার্স্ববর্তী বিভিন্ন এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।