মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এর নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার, জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্লার নেতৃত্বে এসআই রুবেল আহমেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অদ্য-০৪/০৪/২০২৫ তারিখ রাত্র ০৪.১৫ ঘটিকার সময় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন সখিপুর বাজার থেকে মোঃ কাজলের কাকড়ার দোকানের সামনে রাস্তার উপর থেকে আসামি ১। সহিদুল ইসলাম হৃদয় (২৪), পিং নজরুল ইসলাম সরদার, সাং আমতলা, থানা শার্শা, জেলা যশোর এর হেফাজত হইতে কালো রংয়ের জিপারের মধ্য হতে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২। আসামি মোঃ নুর মোহম্মদ (২৩), পিং নুর আলী, সাং বাগুড়ী, থানা শার্শা, জেলা যশোর এর হেফাজত হইতে কালো রংয়ের জিপারের মধ্যে থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। পরবর্তীতে উল্লেখিত ঘটনায় দেবহাটা থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।