বিশেষ প্রতিবেদক:
পহেলা ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় সি ইউ সি স্কুল ৬১ নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনায় সিইউসির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী সংগঠনের সভাপতি মোঃ শাহীন হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদ আলী এবং যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমণির সঞ্চালনায় উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউসির প্রধান উপদেষ্টা ও নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনার এমডি ডাক্তার কাজী আরিফ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কে ডি এ খুলনার প্রধান প্রকোশলী, ইঞ্জি: কাজী সাবিরুল আলম, উপদেষ্টা সি ইউ সি ও প্রিন্সিপাল ইল্যাক্স, খুলনা,ড. এম এ কাইয়ুম, উপদেষ্টা, সি.ইউ.সি ও সভাপতি,নাসিব খুলনা,জনাব রোটাঃ পিপি ইফতেখার আলী বাবু, উপদেষ্টা ,সি.ইউ.সি জনাব শিকদার রুহুল আমীন, সিইউসি সংগঠনের উপদেষ্টা ও খান প্রোপার্টিজ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সালাউদ্দিন খান, সিইউসি সংগঠনের উপদেষ্টা এবং তিতাস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক জনাব রাইহান আহমেদ তাহসিন, উপদেষ্টা সিইউসি এবং উপাধ্যক্ষ নেছারিয়া কামিল মাদ্রাসা জনাব ডি এম নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক আযম খান সরকারি কমার্স কলেজ খুলনার প্রবীর মজুমদার
এবং সংগঠনের সদস্য, ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য শেষে সুবিধাবঞ্চিত শিশুসহ সকলকে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠন কে সামাজিক কর্মকান্ডে অবদান রাখার জন্য সম্মাননা শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। সিইউসি উন্নয়নে অবদান রাখার জন্য সংগঠনের পক্ষ থেকে উপদেষ্টা মন্ডলীকে ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। বক্তব্য পর্ব শেষে মনো:জ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।