সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা চারিত্রিক শুদ্ধতা ও দরিদ্র মানুষের কল্যানে কাজ করা একটি সামাজিক সংগঠন সি ইউ সি'র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন ২০২৫
সুধি,
আসসালামু আলাইকুম। আমরা আনন্দের সাথে যানাচ্ছি যে, আজ ০১ যোব্রুয়ারী ২০২৫ শনিবার বিকাল ৪.০০ মিঃ, সি ইউ সি স্কুল, ৬১, সাউথ সেন্ট্রাল রোড, নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনায় কাম ফর আনপ্রিভিলিজড। চাইন্ড (সি ইউ সি), এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ২০২৫ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানসূচি :
* সূর্যোদয়ের সাথে সাথে : জাতীয় পতাকা উত্তোলন
* প্রথম অধিবেশন বিকাল ৪. ০০মিঃ
* আমন্ত্রিত অতিথিবৃন্দের আগমন
* জাতীয় সংগীত পরিবেশন
(সি ইউ সি স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা)
* আমন্ত্রিত অতিথিবৃন্দের আসন গ্রহণ
* পবিত্র কুরআন থেকে তেলাওয়াত
† পবিত্র গীতা থেকে পাঠ
* নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি পর্ব ও ফুলেল শুভেচ্ছা প্রদান।
* অতিথিবৃন্দের সংক্ষিপ্ত আলোচনা
* সামাজিক কর্মকান্ডের সিইউসিকে সহযোগিতা করার জন্য আমন্ত্রিত বিভিন্ন সংগঠনের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান।
* সি ইউ সির সার্বিক উন্নয়নের সহযোগিতা করার জন্য অতিথি এবং উপদেষ্টা বৃন্দদের মাঝে শুভেচ্ছা স্মারক
প্রদান।
* সংগঠন এবং সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া
দ্বিতীয় অধিবেশন সন্ধ্যা৬. ০০মিঃ
৬.পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান
উক্ত অনুষ্ঠানে আপনার / আপনাদের উপস্থিতি একান্ত ভাবে কাম্য।
ধন্যবাদান্তে:
মোঃ শাহীন হোসেন
সভাপতি
সি ইউ সি খুলনা।
০১৯৭১২৬১৯৮০
মোঃ ইমদাদ আলী
সাধারণ সম্পাদক
সি ইউ সি, খুলনা।
01717724252