কলমে:- মো: লিটন হাসান জয়
আমাদের গ্রাম সবুজ শ্যামল এ পল্লী গ্রাম। আমাদের গ্রামের পাশ দিয়ে হেটে চলেছে ছোট্ট একটি রাস্তা তার পাশ দিয়ে আবার বয়ে গেছে আমাদের আত্রাই নদী।বর্ষাকালে নদীর দু”কুল থৈই থৈই করে পানি আর পানি।জেলেরা জাল দিয়ে বাহ্ রঙ্গের মাছ ধরে।
বর্ষা ফুরিয়ে যখন জৈষ্ঠ্য- আষার মাস আসে, নদীর পানি হারিয়ে তখন ছোট ছোট ধুলিকনা উরে। এমন সময় বন্ধুদের সাথে প্রতিদিন আড্ডা দিতে যেতাম। যখন বৈকাল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে আসে, সবুজ ঘাসের উপর বিন্দু বিন্দু শিশিরের আগমন। তবে আমি নিরালয়ে বসে বসে ভাবিতাম। একটি মেয়ের কথা, সে এক দম পরি!
আমি তাহার দিকে লক্ষ্য করতাম যে সে
প্রতিদিন আসতো নদীর মাঝে ঝিনুক কুরাতো। ভাবতে ভাবতে এভাবে কিছু দিন কেটে গেলো। সে ও আমার দিকে লক্ষ্য রাখতো, কিন্তু আমি এটা জানিনা।এভাবে আরও বেশ কিছু দিন কেটে গেলো। তাকে যে আমার মনে ধরেছে এটা আমি ভাবতে পারিনি। তাকে যে একটা কথা বলবো এমনটি সাহস পাচ্ছিলাম না। তার পরেও ভাবলাম বুক ফুলিয়ে সাহস নিয়ে আজ আমি একটি কথা বলবো। এভাবে এক-দু পা করে আমি তার কাছে যাই। তাকে জিগ্যাসা করলাম এই যে আপু!
জ্বী,
আপনাকে একটা কথা বলতে চাই যদি………..!
জ্বী?
মানে একটা কথা বলবো,মানে বলতে চাই,
বলেন।
মানে আপনি যদি মনে কিছু না করেন,
আচ্ছা বলেন।
আপনাকে… আমার…. ভালো লাগে।
মানে?
জ্বী!আপনাকে আমার ভালো লাগে, কেনো ভালো লাগে, জানি না তবে বিশ্বাস করেন সত্যি বলছি। আপনাকে আমি অনেক বেশি ভালো বাসি।
সেও একটু মুসকি হাসি দিয়ে বল্ল ভেবে দেখি।
সত্যি!
বল্লাম তো।
আমি কিন্ত আপনার উত্তর এর অফেক্ষায় থাকবো।এবলে সেও চলে গেলো আমিও বাসায় ফিরলাম।
তার কাছ থেকে একটি শব্দ শোনার জন্য যেন আমার হৃদয় টা যেন ব্যাকুল হয়ে আছে। কখন জানি সে এসে আমার কাছে বসে বলবে ভালোবাসি। আমি তার অপেক্ষা করছি সে আসবে।হঠাৎ চোখ ফেরাতে দেখি সে আমার স্বপ্নের পরির মতো হয়ে কাছে আসছে। আমি যেন চোখ ফেরাতেই পারছিনা। সে যখন কাছে আসলো, আমি তাকে জিজ্ঞেস করলাম। আমি কি স্বপ্ন দেখছি! না সত্যি সত্যিই তুমি। সে একটা মিষ্টি হাসি দিয়ে বল্ল, নাহ্ আমি সত্যি আমি।
আপনি আসবেন আমি কখনও ভাবতে পারিনি।তাই নিজেকে বিশ্বাস করতে পারছি না।
এখন বলেন। কি বলবেন আমাকে, আর কেনোই বা ডেকেছেন।
আপনি ভালো ভাবে জানেন। কেনো আপনাকে ডেকেছি।যদি নাই জানতেন তাহলে এতো সুন্দর করে সাজিয়ে আমার কথা মতো আমার কাছে আসতেন না।
বুঝেছি!
তোমাকে যেদিন প্রথম দেখেছি সেই দিন থেকে আমি তোমাকে ভালোবেসেছি। তাই তো তোমাকে কাছে পাবার জন্য ডেকেছি। তুমি আমার স্বপ্নের রানি চৈতি। প্লিজ আমার ভালোবাসা ফিরিয়ে দিও না।জানি হয়তো তোমার মনে অনেক প্রশ্ন থাজতে পারে।
না! এমনটি নই।আমি ও জানি যে তুমি আমাকে পছন্দ করো।কিন্তু আমি ও তোমাকে পছন্দ করি। আমি দেখেছি যে তুমি আমার দিকে তাকিয়ে থাকো। অনেক বার লক্ষ্য করেছি।আমি তোমাক কিছু বলার সাহস পাইনি। তুমি যখন বল্লে, তখন আমি বুঝে নিয়েছি।
সত্যি বলছো?
হ্যা।
সত্যি!
হ্যা রে….. বাবা।
স্বাক্ষী আকাস, সাক্ষি বাতাস, সাক্ষি তরুলাতা, তোমার আমার ভালোবাসা লিখে রাখলাম মনের এ খাতাই।
চলো দু”জন…………………., হারিয়ে যাই…….।
কথাই প্রেমের…….
তুমি বলো,
না তুমি বলো।
নীল আকাশের নিচে, নদীর বুকে।