কলমে:- মায়া পারভীন
==============
আধবোঁজা চোখে পৃথিবীর সকল কর্মব্যস্ততা হতে যখন পরিত্রাণ মেলে, তখন ঘোর অন্ধকার অনুভূত হয়, যেন পৃথিবীর বুকে নিথর একটা দেহ।
মনে হয় যেন শূন্য লোকের কোমল স্তর হতে একে একে স্বপ্নলোকের মত সকল অতীত মনোচক্ষুতে ফুটে ওঠে।এ যেন জীবনের কঠিন হতে কঠিনতর বাস্তবতার স্তর। মানুষের জীবনে এমন কিছু ভয়ংকর মুহূর্ত তার অগ্রভাগে এসে দাঁড়ায়, তখন তার এ ভয়ংকর মুহূর্ত হতে পরিত্রাণের কোন পথ মেলে না। আর একেই বলা হয়, জীবনের কঠিন বাস্তবতায় নিজের প্রাণকে উৎসর্গ করা। যদি কেউ তা না পারে, তাহলে সে মুহূর্তে সেই ভয়ংকর পরিস্থিতিতে নিজেকে সঁপে দেয়া ছাড়া আর কোন পথ তার জানা থাকে না। তাই আমার মতে একে বলা হয় পরাজয়ে গ্লানি নিয়ে না মরেও বেঁচে থাকার মত এক কঠিন অস্বস্তি। এর চেয়ে অসহ্য যন্ত্রণা আর কি হতে পারে তা আমার জানা নাই।
তবে এটুকু জানি জীবনের কোন এক সময় যন্ত্রণা হতে পরিত্রাণ মিলবে। তবে তখন হয়তো আজও ভেতরের যে কলকবজা কোমল অবস্থায় আছে, তখন তা ইট, বালি ও সিমেন্টের তৈরি কংক্রিটের মতো জমাট বেঁধে কঠিন অবস্থায় পরিণত হবে। কয়েকটা বছর আগেও নিজেকে মানুষ ভেবে জীবনে বেঁচে থাকার প্রবল ইচ্ছেটা ছিল আমার।
কিন্তু আজ যেন নিজেকে মানুষ হিসেবে নিজের কাছে পরিচয় দিতেই বড্ড সংকোচ হয়। যেন মনের সকল জরতা আজ একটি জায়গাতেই।
পৃথিবীর সকলের কাছেই বেঁচে থাকার এক চরম যুদ্ধ। এ যেন আমার আমি এক পরাজিত ভীত আত্মা। আজ আমার নিজস্ব অস্ত্র আছে ;কিন্তু এ অস্ত্র ব্যবহারের জন্য নেই একটিও বুলেট। জীবনের কঠিন বাস্তবতার মাঝে আমার মনে লালিত হয়েছিল ছোট্ট একটা স্বপ্ন। যা আমার মনে লালিত এক অদ্ভুত ভালোবাসা। স্বপ্নের স্থায়িত্বকাল তিন সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। তখন বসে ভাবতাম আমার এ নির্ঘুম স্বপ্ন কি ঘুমন্ত স্বপ্নের মত তিন সেকেন্ডই অস্তিত্বহীন হয়ে পড়বে? মানুষ স্বপ্ন দেখে বাঁচার জন্য এবং সুন্দর একটি ভবিষ্যতের জন্য। জীবনে চলার পথে মানুষের জীবনে আসে অনেক ঘাত – প্রতিঘাত। তাই বলে কি জীবন সেখানেই স্থগিত হয়ে পড়বে? জীবনের সকল বাঁধাকে অতিক্রম করে যে লক্ষ্যে পৌঁছাবে সেই জীবন যুদ্ধে জয়ী হবে। জীবনের যুদ্ধে মানুষ পিছুটানে যদি শক্তি হারায় ,তবে সে সামনের বহু প্রতীক্ষিত স্বপ্নীল পৃথিবী হারাবে। প্রত্যেকেরই যুদ্ধের একটি লক্ষ্য থাকে। ঠিক তেমনিই আমার একটি লক্ষ্য ছিল। আজ আমি আমার লক্ষ্যের চূড়ায় দাঁড়িয়ে। কিন্তু আমার কাঙ্খিত স্বপ্নকে আমি হারিয়েছি, ঠিক তিন সেকেন্ডের দেখা অস্তিত্বহীন স্বপ্নের মত।
উচ্ছলতা…প্রাণশক্তি… চঞ্চলতা…. এ ধরনের কি কোন শব্দ আছে?
এসব কি কখনো আমার ছিল?
হুম… ছিল তো… মনে আছে।
এখন ওই শব্দগুলো বড় অচেনা…
আর কিছুই নেই –
সব ফুরিয়ে আমি নিঃশেষ…
স্বপ্নগুলো কেমন ধূসর আর সাদা কালো হয়ে যাচ্ছে। ইচ্ছে করে বিশ্বাসের তুলি আর ভালবাসার রঙ দিয়ে স্বপ্নগুলো রাঙিয়ে তুলতে
রংগুলো কোথায় হারালো?
একি! বিশ্বাসের তুলি টাও দেখি আধভাঙ্গা…
কে ভাঙলো?
আমি তো চাই আমার পরম ভালোবাসার স্বপ্নগুলো রঙ্গিন করতে…
অনেক রঙ্গিন…
কিন্তু সেই রঙিন স্বপ্নের দেশে
আমি কি বড়ই বেমানান?
স্বপ্ন কি আমার দেখা মানায় না…
হুম আমিও স্বপ্ন দেখতে চাই আবার উঠে দাঁড়াতে চাই।
আমার স্বপ্নে প্রিয় নীল থাকবে…
গাঢ় নীল থাকবে…
বেগুনি থাকবে…
সাথে মাঝে মাঝে সাদা -কালোর ছাপ তো আছেই –
আর অবশ্যই গোলাপী রং থাকবে…
নিপুন শিল্পীর মতো রং লাগাব না
তবে আনারি হাতে যেখানে সেখানে রঙ লাগাবো….
ধীরে ধীরে সাদা কালো স্বপ্নগুলো রঙ্গিন হয়ে উঠবে…