মোঃ আহসান কবির রিজওয়ান
যখন স্বাধীনতা, রাজনীতি, সঠিক-ভুল, সরকারের দূর্নীতি নিয়ে কথা বলতে অধিকাংশ সাহিত্য একাডেমি ভয় পায়, তখন খোর্দ্দ মুরাদপুর, (বেগম রোকেয়া স্মৃতি) পায়রাবন্দ, মিঠাপুকুর, রংপুর থেকে প্রতিষ্ঠা হয় 'পায়রাভরত একাডেমি' আলোর প্রতীক হয়ে। 'নুরুল কবির কবি পরিষদ' এরই অঙ্গ সংগঠন তবে এই অঙ্গ সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এই একাডেমির শাখা, প্রশাখা, উপশাখা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটি রংপুরের ঐতিহ্য। আমার জন্মস্থান উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, রংপুর। এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয় ১০ই জুলাই, ২০২৩। প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে আমি এই প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণা প্রথম 'আজকালের আলো' পত্রিকা দিয়েই শুরু করি। কোন স্বৈরশাসককে পায়রাভরত একাডেমি ভয় করেনা, বুক ফুলিয়ে মাথা উঁচু করে সত্যের সন্ধানে কলম চালায়। এখানে রয়েছে সাহিত্য, সংস্কৃতি ও সাংস্কৃতিক। সত্য, বিনোদন, কাল্পনিক, শিক্ষানীয় প্রভাব। দোয়া করবেন আমাদের জন্য যেন সবার সুখে-দুঃখে পাশে থাকতে পারে এই টিম।