কলমেঃ তানিয়া সিকদার অনন্যা।
জর্জ ওয়াশিংটনের জীবনের ইতিহাস খুবই করুণ ছিল। তার মা একজন ভূমালিকের ঘরে কাজ করতো।
ওয়াশিংটন হিল শিক্ষা পাঠ করতে খুবই উৎসাহী, তার মা তার মধ্যে এই আগ্রহ দেখে একদা তাকে একটি অক্ষরের বই কিনে দেন। হাতে বই পেয়ে ছোট ওয়াশিংটন ভীষণ খুশি হয়েছিল। যখন ওয়াশিংটন বড় হল সে প্রচুর বই অধ্যায়ন করতে লাগল। সে নিজ দেশকে বিদেশী শাসকদের থেকে মুক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করল। সে সাহসিকতার সাথে বিদ্রোহ শুরু করল। আমেরিকার স্বাধীনতা অর্জন করল। ওয়াশিংটন আমেরিকার প্রধান নেতা ও প্রথম রাষ্ট্রপতি হলেন। কিন্তু রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও তিনি মাঝে মাঝে না খেয়ে থাকতেন। তিনি নিজেকে দেশের সেবক মনে করতেন। তিনি নিজ মুখে স্বীকার করলেন যে তার এই সাফল্যের পিছনে তার মায়ের অবদান সবচেয়ে বেশি। তিনি তার মাকে নিজ জীবন অপেক্ষা বেশি ভালোবাসতেন। তার এই মহিমান্বিত মায়ের আশীর্বাদ তিনি জীবনে অনেক দুর পর্যন্ত অগ্রসর হতে সক্ষম হন।