চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
২১ ফেব্রুয়ারী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর উদ্দ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী, জুমাবার, বাদে আসর সংগঠনের যুগ্ন আহবায়ক আলহাজ্ব সৈয়দ ফোরকান আহমেদ এর মালিকানাধীন ফোরকান টাওয়ারে ২১ জন কোরআনে হাফেজ নিয়ে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্বাস উদ্দিন এর সন্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম। সংগঠনের যুগ্ন আহবায়ক সৈয়দ ফোরকান আহমেদ এর প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোহাম্মদ আজিজ উদ্দিন,মোহাম্মদ ইলিয়াস, অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও দপ্তর সম্পাদক আবুল কাশেম প্রমুখ।
অনুষ্ঠানে আলোচকরা ১৯৫২ সালে ভাষার জন্য তরতাজা রক্তে দেওয়া শহিদ সালাম, বরকত, রফিক, জাব্বার সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যাঁরা বেঁচে আছেন তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন মহান রবের দরবারে। সেই সাথে মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সকল স্তরে বাংলা ভাষা প্রচলনের দাবি জানান।