মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা:
দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ এর ৩ দিন ব্যাপী ডে ক্যাম্প, দীক্ষা অনুষ্ঠান ও ২০২১ সালের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত স্কাউটদের ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি,বুধবার, সকাল ১০ টায় দীক্ষা অনুষ্ঠান কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কাউট গ্রুপের সভাপতি ও দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবারক আলী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্কাউট লোহাগাড়া উপজেলা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী, সহকারী-কমিশনার, বাংলাদেশ স্কাউট লোহাগাড়া উপজেলা।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নুরুল ইসলাম, গ্রুপ ইউনিট লিডার, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ।
উল্লেখ্য, অনুষ্ঠানে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত স্কাউট দলের সদস্য,দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাদমন আশরাফিন সাফিন, মোহাম্মদ শাহাজাহান, প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত স্কাউট, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এছাড়াও অনুষ্ঠানে অসংখ্য স্কাউট সদস্য, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।