মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে (২৬শে ফেব্রুয়ারী) বুধবার আমিরাবাদ দরবেশ হাট রোডে উপজেলা প্রশাসন কর্তৃক বাজারে বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ ইনামুল হাছান।
দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় সতের হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা ও পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করাসহ পবিত্র রমজানে বিভিন্ন দ্রব্যমুল্য বেশী দামে বিক্রয় না করার জন্য আহবান করা হয়। এছাড়াও ওমনে কম না দেওয়া,,মেয়াদোত্তীর্ণ জিনিস বিক্রয় না করার জন্য কঠোর নিদর্শনা প্রদান করেন।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লোহাগাড়া উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ ইনামুল হাছান।