মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের পূর্ব কাজির পাড়া এলাকায় ইউনিটি অব ইয়ং স্টার ক্লাব’র দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
২৫ অক্টোবর (শুক্রবার) ইউনিটি অব ইয়ং স্টার ক্লাব’র কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আবুল হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবী সহ সাংগঠনিক সম্পাদক, সহকারী নির্বাচন কমিশনার শাহাব উদ্দিন এর তত্বাবধানে মোট ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক পদে মোঃ তৌহিদ, শায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইসমাইল হোসেন রানা, মহি উদ্দিন, অর্থ সম্পাদক পদে মোঃ নাজিম উদ্দীন, প্রচার ও দপ্তর সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান ও মোঃ হাবিব অংশগ্রহণ করেন।
নির্বাচনে মোট ১৩৪ ভোটের মধ্যে প্রবাসী ২২ জন অনলাইনে ভোট প্রদান করেন। দুপুর ২.৪০ থেকে শুরু হয়ে বিকাল ৫.২০ পর্যন্ত সুষ্টুভাবে ভোট কার্যক্রম সম্পন্ন হয়।
ইউনিটি অব ইয়ং স্টার ক্লাবের এ নির্বাচনে সভাপতি পদে মোঃ শাহ আলম ও অর্থ সম্পাদক পদে মোঃ নাজিম উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়। সংগঠনটির সবচেয়ে আলোচিত পদ সাধারণ সম্পাদক পদে মোঃ তৌহিদ- ৬০ ভোট ও শায়ের আহমদ-৭২ ভোট পান। শায়ের আহমদ মোট ১২ ভোট বেশি পেয়ে জয়যুক্ত হন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইসমাইল হোসেন রানা- ৬৫ ভোট ও মহি উদ্দিন-৬৭ ভোট পান। মহি উদ্দিন ০২ ভোট বেশি পেয়ে জয়যুক্ত হন। প্রচার ও দপ্তর সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান-৬৭ ভোট মোঃ হাবিব-৬৫ ভোট পান। মিজানুর রহমান মোট ০২ ভোট পেয়ে জয়যুক্ত হন।