নিজস্ব প্রতিবেদক:-
রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর ২০২৪ শুক্রবার বিকেলে কলাতলি অভিজাত এক হোটেলের সম্মেলন কক্ষে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পালংখালী ইউনিয়ন পরিষদ বারবার নির্বাচিত চেয়ারম্যান, রোহিঙ্গা প্রত্যাবাসন জাতীয় কমিটির মহাসচিব এম.গফুর উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাইসস এর চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
প্রধান আলোচক ছিলেন রাজনীতিবিদ, নজরুল গবেষক, গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠক মুহাম্মদ আতা উল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাইসস এর ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন, মহাসচিব সাইফুল ইসলাম মোয়াজ্জেম, বাইসস এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সরদার নাজমুল সাকিব সিদ্দিকী, মোঃ মিজানুর রহমান,কক্সবাজারের সিনিয়র আইনজীবী মুহাম্মদ নেজামুল হক, কৃষিবিদ কায়সার উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা শেখ আব্দুল মুকিত।
বাইসস এর কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক, ঝিলংজা ইউনিয়ন পরিষদ সদস্য নাছির উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাইসস এর কক্সবাজার জেলা সভাপতি মো: ছৈয়দ নুর।
বক্তব্য রাখেন লামা ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ হোসেন, চকরিয়ার ইউপি সদস্য মঈনুদ্দিন, রত্নাপালং ইউপি সদস্য সেলিম কায়সার, ধলঘাটা ইউপি সদস্য আতাহার ইকবাল, টেকনাফ সদর ইউপি সদস্য শাহ আলম, রামুর ইউপি সদস্য জোসনা, মহেশখালীর ইউপি সদস্য, দলিলুর রহমান, আবু আহমদ, খুরুশকুল প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন।
প্রধান অতিথি বলেন, সামগ্রিক ভাবে সকলের উপস্থিতিতে আপনাদের কাজ করতে হবে। আমাদের কাজ করতে গেলে জানতে হবে আগে আমি কে সেটা। এদেশে কে আসল, তিনি কোন দেশের নাগরিক সেটা কথা নয়। কাজই বড় কথা।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ সদস্যদরা সকল নাগরিকের সেবক। জন্ম, মৃত্যু, নাগরিক, ওয়ারিশি সকল সনদের সনাক্তসহ স্থানীয় উন্নয়ন আপনাদের হাতে।
সভায় ইউপি সদস্যরা বলেন, আমরাও বৈষম্যের শিকার। কক্সবাজার জেলায় ৬/৭শ’ ইউপি সদস্য আছেন। আমরা নামে জনগণের জনপ্রতিনিধি। নিজেদের বেতনভাতাসহ নানাভাবে অবহেলিত। উপজেলা মিটিং এ আমাদের একজন সদস্যকে ডাকা হয়না। তারপরও দিনরাত আমাদের মানুষের সেবা করে যেতে হয়।
তারা আরো বলেন, বর্তমান সরকার যতদিন থাকবে আমরাও ততোদিন সাথে থেকে উন্নয়নে অংশীদার হতে চায়। আমাদের সেই সুযোগ দেয়া হোক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্যে মুহাম্মদ আতা উল্লাহ খান বলেন দেশে উদার-গনতান্ত্র, রাস্ট্র মেরামত ও সংস্কার, সুশাসন নিশ্চিত করতে ও সংবিধান সংশোধন করে জনগনের ভোটাধিকার নিশ্চিত করতে অর্ধ লক্ষাধিক ইউপি সদস্যদের
সভাপতির বক্তব্যে এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ইউপি সদস্যদের প্রতি সকল প্রকার বৈষম্য দূর করতে হবে,মাসিক সম্মানী বাড়াতে হবে, ইউনিয়ন পরিষদে তাদের বসার আসন নিশ্চিত করতে হবে, স্থানীয় সরকার নির্বাচনকে দলীয় প্রতীক এর ব্যবহার বন্ধ করতে হবে, আইন প্রণেতা তথা জাতীয় সংসদ সদস্যদের কে স্থানীয় সরকারে অযথা হস্তক্ষেপ বন্ধে আইন প্রণয়ন ও সংস্কার করতে হবে। এম গফুর উদ্দিন চৌধুরী আরো বলেন অবিলম্বে ইউপি সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে।
সভায় কক্সবাজার জেলার সকল ইউনিয়ন পরিষদের অধিকাংশ সদস্যরা উপস্থিত ছিলেন। এতে অংশগ্রহণ করেন বান্দরবান, লামা, আলিকদম ইউনিয়ন পরিষদের সদস্যদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।