শারমিন সরকার বৃষ্টি,
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান কার্বারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র- নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সিএইচটি নারী হেডম্যান নেটওয়ার্ক সভাপতি
মিজ জয়া ত্রিপুরা’র সভাপতিত্বে –
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- চাকমা চীফ সার্কেল ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায়।
প্রধান অতিথি ছিলেন -খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
উদ্বোধক ছিলেন-রানী উখেংচিং মারমা, মং সার্কেল, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
বিশেষ অতিথি ছিলেন – শ্রী রত্তোৎপল ত্রিপুরা, সদস্য, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। মোঃ আরেফিন জুয়েল,পুলিশ সুপার, খাগড়াছড়ি পার্বত্য জেলা, রুমানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)খাগড়াছড়ি, মিজ শেফালিকা ত্রিপুরা, নির্বাহী পরিচালক, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি ও সদস্য খাগড়াছড়ি জেলা পরিষদ, এডভোকেট ভবতোষ দেওয়ান, সহ-সভাপতি, সিএইচটি হেডম্যান, মিজ রওশন জাহান মনি, উপ- নির্বাহী পরিচালক, এএলআরডি,ঢাকা।শ্রী ক্ষেত্র মোহন রোয়াজা, উপদেষ্টা, জেলা হেডম্যান এসোসিয়েশন।
বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি হেডম্যানদের খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ফুল দিয়ে বরণ করে নেন।
স্বাগত বক্তব্য রাখেন-মিজ শান্তনা খীসা, সাধারন সম্পাদক, সিএইচটি নারী হেডম্যান- কার্বারী নেটওয়ার্ক।
সম্মেলনে বক্তারা বলেন-
পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রতি বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। তাই পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে এবং এই অঞ্চলে মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছেন। কার্বারী ভাতা বৃদ্ধি এবং পাওয়ার জন্য কাজ করা হচ্ছে। ভাতা প্রক্রিয়ার কাজ শেষ হলেই জানতে পারবেন এবং যথাসময়ে ভাতা পাবেন। বক্তারা আরো বলেন, নারী অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এবং এদের দায়িত্ব নিতে হবে। নারীদের অধিকার থেকে বির্তক করে কেউ ভালো থাকতে পারবে না। সুতারাং নারীদের দাবি সমূহ বাস্তবায়ন করা হোক এবং নারী হেডম্যান কার্বারীদের ভাতা বৃদ্ধি ও ভাতা প্রদান করার জন্য জোর দাবি জানানো হয় সম্মেলন থেকে।ছাত্র জনতার আন্দোলনের ফলে এই সরকার গঠিত হয় আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে নারী অধিকার প্রতিষ্ঠিত করবেন, বলে আমরা আশাবাদী।