শারমিন সরকার বৃষ্টি,
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রথম প্রহরে অমর একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
প্রথমে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত জেলা কমান্ডার ও জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার মুক্তিযোদ্ধাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর পর পর খাগড়াছড়ি জেলা প্রশাসন থেকেও শ্রদ্ধা জানানো হয়।
তারপর শ্রদ্ধা জানান- খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা,বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি দপ্তর, খাগড়াছড়ি প্রেসক্লাব,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ আফসার এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেছে,এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড.মালেক মিন্টু, মোশাররফ হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
পরদিকে শুক্রবার ভোর থেকে সকল স্কুল, কলেজ,সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।