মোহাম্মদ আব্বাস উদ্দিন,
চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লালখান বাজার মারকাযুদ দাওয়াহ ইরশাদ ওয়া তা’লীমুল কুরআন মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পাগড়ী প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার মাদ্রাসার হল রুমে পাগড়ী প্রদান ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুফতি ও সহকারী পরিচালক আল্লামা মুফতি জসিমুদ্দীন (দা:বা:)।
অনুষ্ঠানে প্রায় ৫০ জন হাফেজে কুরআন সমাপ্তকারী কৃতি শিক্ষার্থীদের পাগড়ী প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
একান্ত সাক্ষাৎকারে অনুভুতি প্রকাশ করতে গিয়ে লোহাগাড়া উপজেলা একরামুল হক বলেন – আজ আমার ছেলে মুহাম্মদ কোরআনে হাফেজ হয়েছে। এজন্য শুরুতে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া ও কৃতজ্ঞতা জানাই। কারণ আজ আমার দীর্ঘ দিনের স্বপ্ন পুরণ হয়েছে, তাই আমার অত্যন্ত ভালো লাগছে। সে সাথে মাদ্রাসার ওস্তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই যারা আমাকে এবং আমার সন্তানকে সম্মানিত করেছেন।