মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ ও উত্তর সাতকানিয়া আসনের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৮ Time View

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম

নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে….ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দিলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দক্ষিণ জেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী বলেছেন, নির্বাচন নিয়ে দেশে বিদেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামীলীগের মতো জনগনকে আবারও ভোটাধিকার থেকে দূরে রাখতে নির্বাচন বানচালের পায়তারা চলছে। তিনি জনগণের আকাঙ্খা পূরণে কালক্ষেপন না করে অনতিবিলম্বে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় দেশের মানুষকে সাথে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নির্বাচন আদায় করে নেয়া হবে বলে হুশিয়ার করেন শফিকুল ইসলাম রাহী।

এসময় তিনি আরো বলেন, স্বৈরাশাসনামলে ১৫বছর এদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছে আওয়ামীলীগ। দীর্ঘবছর ধরে গুম, হত্যাসহ বর্বর নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছে এদেশের সাধারণ মানুষের উপর। মানুষের মনে জমে থাকা সেই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে ৫আগস্ট। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। মানুষ এখন তাদের মালিকানা ফিরে পেতে চায় এবং নির্বাচনের মুখাপেক্ষী হয়ে আছে বলে মন্তব্য করেন শফিকুল ইসলাম রাহী।
তিনি ৩০শে মার্চ (রোববার) চন্দনাইশ উপজেলার আলোকিত কনভেনশন সেন্টারে জুলাই বিপ্লবসহ ১৭বছরের আওয়ামী দুঃশাসনে নিহতদের মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রাম-১৪ সংসদীয় এলাকার জনমানুষকে নিয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক বেলাল,উত্তর সাতকানিয়া কালিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শামসুল ইসলাম বাবলু মেম্বার,খাগরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি
শামসুল আলম,সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক কবি নাছির উদ্দীন ,চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যাংকার বাহা উদ্দীন চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ত্রাণ পূণর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মমতাজ,কালিয়াইশ ইউনিয়ন বিএনপি নেতা ওসমান গণী চৌধুরী,কালিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ওসমান আলী,বিএনপি নেতা জয়নাব আলী,চন্দনাইশ পৌরসভা বিএনপির সদস্য সেলিম উদ্দীন,চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাংগীর আলম,যুবদল নেতা জিকে নাজিম উদ্দীন ,খাগরিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিস, দোহাজারী পৌরসভা শ্রমিক দলের সভাপতি আবদুস সাত্তার সানী,দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব কামাল উদ্দিন ,উত্তর সাতকানিয়া শ্রমিক দলের সাবেক সভাপতি নুরুল আবছার,উত্তর সাতকানিয়া আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর সভাপতি এডভোকেট ইউনুস ভূইয়া রোকন,সাধারণ সম্পাদক মিজানুর রহমান ,খাগরিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাবেক আর্মী অফিসার নুর মোহাম্মদ ,আশরাফুজ্জান,উত্তর সাতকানিয়া যুবদল নেতা রাশেদুল ইসলাম ,আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি এস এম আলমগীর সাকিব ও সাধারণ সম্পাদক আবুল হাশেম,স্বেচ্ছাসেবক দলের দোহাজারী পৌরসভার সাবেক সদস্য সচিব জয়নাল আবেদীন,কালিয়াইশ ইউনিয়ন বিএপি নেতা মোহাম্মদ আবদুর রহিম,চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবদুর রহিম সহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চন্দনাইশ পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল হোসেন ছোটন ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফৌজুল কবির রুবেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102