মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মুহাম্মদ ইকবাল হোসাইন (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় চরম্বা ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় তিনি স্বাস্থ্য কেন্দ্রের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে তিনি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ, স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম ও অবকাঠামোগত অবস্থা পর্যালোচনা করেন। তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উপর তাগিদ দেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা আতিকুর রহমান, স্থানীয় ব্যক্তিবর্গ ও স্বাস্থ্যকর্মীবৃন্দ।
উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিয়মিতভাবে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।