চট্টগ্রাম সংবাদদাতা:
বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় দিনব্যাপী “তারুণ্যের উৎসব ‘২৫” বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই উৎসবে ক্বিরাত, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক পরিবেশনা ও খেলাধুলাসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মাদ্রাসা প্রাঙ্গণ আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে। উৎসবের উদ্বোধন করেন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব কাজী আব্দুল হান্নান। তিনি বলেন, “শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিকাশ ও সৃজনশীল মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উৎসব তাদের প্রতিভা বিকাশের এক অনন্য সুযোগ করে দিচ্ছে, যা ভবিষ্যতে তাদের ব্যক্তিত্ব গঠনে সহায়তা করবে।”
অনুষ্ঠানে অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও মাদ্রাসার গভর্নিং বডি’র সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজয়ীদের পুরস্কার বিতরণ শিগগিরই আয়োজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। তারা বলেন, প্রতিযোগিতার ফলাফল নির্ধারণের পর যথাযথ সময়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, প্রতিযোগিতার মনোভাব ও সামাজিক যোগাযোগ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।