থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচিতে মংগক হেডম্যান পাড়া সংলগ্ন ইট ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করার অপরাধে পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত মংগক হেডম্যান পাড়া সংলগ্ন এসবিএম ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন২০১৯ এর ৬ ও ১৬ ধারায় অবৈধভাবে এসবিএম নামে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন করার অপরাধে ইট ভাটা পরিচালনাকারী মোঃ রিদুওয়ান (৪০) কে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে ফিল্ডের বানানো কাঁচা ইট অনুমানিক দশ হাজার ইট ফায়ার সার্ভিস কর্তৃক পানি মেরে নষ্ট করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর বান্দরবান,এর সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, থানচি রেঞ্জ কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম টগর, পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।