মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উত্তর কলাউজান খাঁলাদাদ খান হযরত মুহাম্মদ (সা:) তাহফিজুল কুরআন মাদ্রাসা ও হেফজখানার বার্ষিক সভা ও দস্তারবন্দি অনুষ্টান সম্পন্ন হয়েছে।
গত (২৭ ডিসেম্বর শুক্রবার) সকাল ১০ টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়।
অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সেক্রেটারী মাওলানা আইয়ুব আনসারীর সঞ্চালনায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক হাফেজ মুহাম্মদ জসিম উদ্দিনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সাত্তার।
বার্ষিক সভায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন কক্সবাজারের বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুর রহিম মাদানী ও মাওলানা আইয়ুব আলী আনসারী।
বার্ষিক সভার পুরষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন ও লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ রাসেদ। প্রধান অতিথি বলেন; ধর্মীয় ও নৈতিক শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করে। তাই আমরা মুসলমান হিসেবে ধর্মীয় নীতিমালা অনুসরণ করে সৎপথে জীবন পরিচালনা করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাউজান ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মজলুম জননেতা ডা.ছিদ্দিক আহমেদ, কলাউজান ইউনিয়ন জামায়াত ইসলামীর নায়েবে আমির মাষ্টার নাজিম উদ্দিন,মাওলানা আবু বকর,সমাজ সেবক নুরুল হুদা আজাদ, ইউপি সদস্য আব্দুর রহিম,শিক্ষণবীশ আইনজীবী সাইফুল ইসলাম সায়েদ,আব্দুল জব্বার মেম্বার,ডিজাইনার জসিম উদ্দিন, কন্ঠশিল্পী মোবারক হোসাইন সহ এলাকার সর্বস্তরের কোরান সুন্নাহ প্রেমী তাওহিদী জনতারা উপস্থিত ছিলেন।
মাদ্রাসাটির প্রতিষ্ঠার মাত্র তিনবছরের মাথায় একজন কুরানের হাফেজ হবার সৌভাগ্য অর্জন করেন। পাশাপাশি প্রতিবছরের এতো এবারেও মহল্লার প্রতিটি পরিবারের জন্যে তবারুক পাঠানো হয়েছে এবং রাতে আশপাশের গ্রামবাসিদের জন্যে মেজবানের আয়ােজন করা হয়।