মোহাম্মদ আব্বাস উদ্দিন,
চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
মঙ্গলবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের নিদর্শনায় লোহাগাড়া উপজেলার পদুয়া এস. আই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে রেড ক্রস. রেড ক্রিসেন্ট উদ্বুদ্ধকরণ ও দল গঠন সম্পন্ন হয়েছে।
সহ শিক্ষার কাজে যাতে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারে তার লক্ষে ও স্বেচ্ছায় মানুষের পাশে দাড়াতে অত্র ইউনিট গঠিত হয় বলে জানিয়েছেন যব সদস্য মোহাম্মদ মিনহাজ।মোটিভেশন এর মাধ্যমে ১জন টিম লিডার করে ৫৩ জনের একটি টিম গঠন করে দেওয়া হয়েছে।এই সময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক এবং দায়িত্ব প্রাপ্ত শিক্ষক সহ লোহাগাড়া উপজেলার যুব সদস্য মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ আজাদ, স্বরুপম দেবনাথ ও মোহাম্মদ মিরাজ প্রমুখ।