থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচিতে পিআরএলসি প্রকল্পের বিএনকেএস এনজিও আয়োজনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন সহযোগিতায়, বিএনকেএস বাস্তবায়নে, পার্টনারশিপ ফর রেসিলিয়েন্ট লাইফহুডস ইন সিএইচটি রিজিয়ন (পিআরএলসি) প্রজেক্ট বাস্তবায়িত উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী। উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার মেহেনাজ ফাতেমা তুলি, থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, থানচি প্রেসক্লাব সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাস গুপ্ত, তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা, অন্যান্য উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি সদস্য ও বিএনকেএস এনজিও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
মানুষের জন্য ফাউন্ডেশন বিএনকেএস এনজিও প্রকল্প সমন্বয়ক, উক্যমং মারমা উপস্থাপনায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি পিআরএলসি প্রকল্পের উদ্দেশ্য, কাজ ও গুরুত্ব বিষয়ে আলোচনা করা হয়।