মোহাম্মদ মোহছেন মোবারক, আনোয়ারা চট্টগ্রাম থেকে:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ২নং বারশত ইউনিয়নের প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল-২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) আনোয়ারার গুন্দিপ হাজী আমির আলী মাদ্রাসায় দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্রনেতা মুহাম্মদ শাকিল হাসান, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, ২নং বারশত ইউনিয়ন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি আই এম জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, চট্টগ্রাম দক্ষিণ জেলা। অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মুহাম্মদ হেলাল হোসেন, কার্যনির্বাহী সদস্য, আন্তর্জাতিক খোদ্দামুল মুসলেমিন, দুবাই শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী বশর সওদাগর সভাপতি, গাউছিয়া কমিটি বাংলাদেশ ২নং বারশত শাখা ও খায়ের মোহাম্মদ সাধারণ সম্পাদক, গাউছিয়া কমিটি বাংলাদেশ ২নং বারশত শাখা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা হুমায়ূন কবির ছোটন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আনোয়ারা পশ্চিম পরিষদ। এবং ছাত্রনেতা মনির খান সবুজ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আনোয়ারা পশ্চিম পরিষদ। এছাড়া সাবেক সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা জহিরুল ইসলাম হেলাল এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মুহাম্মদ লাভলু, যুবনেতা মুহাম্মদ ফোরকান, যুবনেতা মুহাম্মদ আরাফাত গাজী সহ প্রমূখ।
কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়, যেখানে সভাপতি হিসেবে ছাত্রনেতা মুহাম্মদ শাকিল হাসান সাধারণ সম্পাদক হিসেবে ছাত্রনেতা মুহাম্মদ এহসান খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ছাত্রনেতা মুহাম্মদ মেহবুব আলী অপু নির্বাচিত হন।
সম্মেলনে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নয়ন, সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।