মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
যদি হই রক্ত দাতা, জয় করবো মানবতা এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংক আয়োজনে (BGABB) এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।
১৭ জানুয়ারি, শুক্রবার, চুনতি সাতগড় কুলাল পাড়া আল আকসা জামে মসজিদ প্রাঙ্গনে সংগঠনের কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংক (BGABB) পক্ষ থেকে আয়োজিত উক্ত ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান, বাবু শ্যামল দে, মোহাম্মদ রিয়াজ চৌধুরী ও আবু তাহের প্রমুখ।
এছাড়াও সেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম আফরান,জেরিন সুলতানা ও রিমা আক্তার।
অনুষ্ঠানে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান।
বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংক (BGABB) পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার মোহাম্মদ মামুন উদ্দিন, মোহাম্মদ শাহাদাত আলী সাইফুল, মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান
,মোহাম্মদ তৌহিদুল ইসলাম আপরান, জাতুল আকমাম, রোকন উদ্দিন সাইদ, মোহাম্মদ সাজিদ,মোহাম্মদ মাসুম, ফরহাদ হোসাইন আরিয়ান,মোহাম্মদ মাহফুজুর রহমান, মোহাম্মদ সোহান, মিনহাজুল ইসলাম ও রেজাউল করিম প্রমুখ।
চুনতি সাতগড় কুলাল পাড়া ফোরকানিয়া মাদ্রাসার ছাত্র ছাত্রী ও এলাকার
জন-সাধারণদের সুবিধার্থে সম্পুর্ণ বিনা মুল্যে এই আয়োজন হয়েছে বলে জানিয়েছেন ইন্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দিন।
ক্যাম্পইনে প্রায় ৩০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বাংলাদেশ গ্রীন আর্মি ব্লাড ব্যাংক (BGABB)_সভাপতি ইন্জিনিয়ার মোহাম্মদ মামুন উদ্দিন তার বক্তব্যে বলেন, আমাদের প্রচেষ্টায় গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে মানুষের হাসি খুশি দেখতে চাই।
তিনি আরো বলেন-সমাজে যারা বিক্তশালী মানুষ আছেন ওনারা যেন অসহায় মানুষের পাশে দাঁড়ান এটাই আমাদের প্রত্যাশা।
সোনার বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে গড়ে তোলার লক্ষ্যে আমরা সব সময় মানবিক কাজ করে যাচ্ছি,আগামীতেও করে যাবো ইনশাআল্লাহ। ভবিষতেও আমরা সবসময় বিভিন্ন মানবিক ও সামাজিক কাজকর্ম দিনে-রাতে অসহায় ও বেওয়ারিশ মানুষের সেবা নিয়ে পাশে থাকার প্রত্যয় করছি।