থানচি (বান্দরবান) প্রতিনিধি:
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরবর্তী স্থানীয় সরকার কাঠামো ভেঙে দেয়ার পর ৭ নভেম্বর বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়।
রবিবার দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই র সাথে থানচি প্রেসক্লাব সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় থানচি উপজেলা থেকে নব নিযুক্ত জেলা পরিষদ সদস্য মৎস্য ও পর্যটন ব্যবস্থাপনা দায়িত্বপ্রাপ্ত খামলাই ম্রো, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সহ সভাপতি রেমবো ত্রিপুরা ও সাধারণ সম্পাদক চহ্লামং মারমা সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকারের সময় নব নিযুক্ত চেয়ারম্যান বলেন, সাংবাদিকরাই জাতির দর্পণ, দেশের বর্তমান পরিস্থিতিতে স্বচ্ছ ও নিরপেক্ষ সংবাদ তুলে ধরতে হবে। নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে সাংবাদিকদের আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। সব সময় সাংবাদিকদের সহযোগিতা থাকবে পার্বত্য জেলা পরিষদ।