চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া আইডিয়াল স্কুলে যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
আজ ১৬ ডিসেম্বর’২৪, সোমবার সকাল ৯টায় স্কুল ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশের মাধ্যমে মহান বিজয় দিবসের বিভিন্ন কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ছাত্র রাকিবুল ইসলাম।
লোহাগাড়া আইডিয়াল স্কুলের সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ারিং ওয়ার্ল্ড বিল্ডিং ডিজাইন এর চেয়ারম্যান ও লোহাগাড়া আইডিয়াল স্কুলের নবাগত ডাইরেক্টর ইন্জিনিয়ার মোহাম্মদ মামুন উদ্দিন।
স্কুলের শিক্ষক মোহাম্মদ শাহেদ এর সন্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে গেষ্ট অফ অর্নার হিসেবে উপস্থিত ছিলেন খতিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও লোহাগাড়া আইডিয়াল স্কুলের নবাগত ডাইরেক্টর মোহাম্মদ নুরুচ্ছাফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লোহাগাড়া আইডিয়াল স্কুলের নিবার্হী পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম মুন্না, অর্থ সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আরফাত হোসাইন ও ওমান প্রবাসী মোহাম্মদ মানিক।
বক্তরা মহান বিজয় দিবসের তাৎপর্য ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সেসাথে ১৯৭১ সালে যাঁদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ৫ আগষ্ট ২৪ ছাত্র-জনতার ঐতিহাসিক গণবিপ্লব ও বিজয় কথা স্মরণ করে তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন মহান রবের দরবারে।
প্রধান অতিথি ইন্জিনিয়ার মামুন উদ্দিন বলেন- আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ,, তাই তাদের নৈতিক শিক্ষা ও আদর-যত্ন দিয়ে আর্দশ মানুষ গঠনে শিক্ষক ও অভিভাবকদের আরো দায়িত্ব ভুমিকা পালন করতে হবে।
পরিশেষে, সকল শহিদের জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।