মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরো চীফ,চট্টগ্রাম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জন প্রতিনিধিদের সম্মানে ইফতার মাহফিলে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ,বুধবার বিকাল ৫ টায় আমিরাবাদ মোটর স্টেশনস্থ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম ও সহ-সেক্রেটারি মাওলানা আ.ন.ম নোমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, মহান স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা এবং ওই সমস্ত জনতাকে যাঁদের ত্যাগ ও রক্তের বিনিময়ে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে। আরও স্মরণ করছি, জুলাইয়ে গণ-আন্দোলনের সব শহীদদের এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের। গত জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ আবার নতুন করে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬টি বছর মানুষ অধিকার থেকে বঞ্চিত ছিল, কথা বলার অধিকার ছিলনা। আমরা এখন মুক্ত বাতাসে কথা বলছি, বসবাস করছি। জালিমের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে। শান্তিতে-স্বস্তিতে চলাফেরা করতে পারছে। একটি সুন্দর সমাজ বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।