মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
আল ব্যায়্যিনাহ ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর বৃত্তি পরীক্ষা -২৪ সুন্দর সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
৯ নভেম্বর- শনিবার সকাল ১০ টায় লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মোস্তফা বেগম গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হয়। পরীক্ষায়
রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অংশ গ্রহন করেন যা লোহাগাড়া উপজেলায় ইতিহাস সৃষ্টি করেছে। মোট ১৪০৮ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন। তৎমধ্যে ৭৬ টা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সফল ভাবে পরীক্ষা সু সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আল বায়্যিনাহ ওয়েল ফেয়ার ট্রাস্ট এর মেগা প্রজেক্ট আল বায়্যিনাহ বৃত্তি প্রকল্প-২৪ এর আহবায়ক রিদওয়ানুর রহমান রাইহান। তিনি আরো বলেন- লোহাগাড়ার শিক্ষার মান উন্নয়নে ও নৈতিক শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ গঠনে আল বায়্যিনাহ বৃত্তি প্রকল্প যথেষ্ট ভুমিকা রাখবে ইনশাআল্লাহ। আমি অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থী,শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের সকল সহযোগী সদস্যকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আল-বায়্যিনাহ মেগা প্রকল্প মেধা বৃত্তি প্রকল্প-২৪ পরীক্ষায় যাঁরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন তাদের মধ্যে অন্যতম আহবায়ক রিদওয়ানুর রহমান রাইহান, সদস্য সচিব আজাদ শেখ, শিক্ষা সম্পাদক জোবাইদ হাসান, পরিক্ষা নিয়ন্ত্রণক কাইছার হামিদ, সহ পরিক্ষা নিয়ন্ত্রণক মোহাম্মদ আহাদ, কেন্দ্র উপ সচিব রাকিবুল হাসান, মোহাম্মদ ইব্রাহিম, প্রচার ও প্রকাশনা সচিব নেজাদ ই দ্বীন, অফিস ও তথ্য সচিব সানজিদা সুলতানা তানিয়া ও মিফতাহুল জান্নাত নোহা।
বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ও প্রকল্পের প্রধান উপদেষ্টা, লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড.মাহমুদুল হক ওসমানী ও অন্যান্য উপদেষ্টাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন শৃঙ্খলা বিভাগে লোহাগাড়া থানা গোয়েন্দা বিভাগের মাহবুব খান ও কেন্দ্র সচিব ছিলেন মোস্তফা বেগম গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হাসান।