মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা:
চট্রগ্রাম জেলার লোহাগাড়ায় ইউএনও ওপেন বুক টেস্টের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারী,সোমবার, উপজেলা সদরের আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ কেন্দ্রে ইউনিয়নভিত্তিক মেধা তালিকায় স্থান পাওয়া ১৬৬ জন শিক্ষার্থীর মধ্য ১৬৩ জন শিক্ষার্থী ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে।
জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারী উপজেলার ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ ম শ্রেণী পর্যন্ত স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলার ৯ টি ইউনিয়নে ইউনিয়নভিত্তিক ইউএনও ওপেন বুক টেস্ট অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৯ টি ইউনিয়নের ৯ টি কেন্দ্রে ১ হাজার ১১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এই পরীক্ষায় মেধা তালিকায় স্থান পায় ১৬৬ জন। ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন ১৬৩ জন শিক্ষার্থী।
সকাল ১১ টায় লোহাগাড়া উপজেলা সদরের আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজে পরীক্ষা কেন্দ্রে ইউএনও ওপেন বুক টেস্ট এর ফাইনাল রাউন্ড পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন এই পরীক্ষার মূল উদ্যোক্তা লোহাগাড়া নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। এ সময় তাঁর সাথে ছিলেন পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক উপজেলা কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছেতার উদ্দিন আহমদ ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ। পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক উপজেলা কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম জানান, ইউনিয়ন পর্যায়ে উপজেলার ৯ টি ইউনিয়নের ৯ টি কেন্দ্রে অংশগ্রহণকারী ১ হাজার ১১৩ জন শিক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় স্থান পেয়েছে মাত্র ১৬৬ জন।
শান্তিপূর্ণভাবে সকাল ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ১ ঘন্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারী ১৬৩ শিক্ষার্থীর খাতা মূল্যায়ন করে উপেজলার সেরা মেধা তালিকা নির্ধারণ করা হবে।
ইউএনও ওপেন বুক টেস্ট এর মূল উদ্যোক্তা ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন- তারণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে তরণদেরকে মেধা ও মননে শক্তিশালী করা প্রয়োজন।