মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম:
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ও লোহাগাড়া উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিয়ে " ইকরা প্রাক্তন শিক্ষার্থী পরিষদ" নামে একটি সংগঠন করার নীতিগত ভাবে অনুমোদন দিয়েছেন স্কুল পরিচালনা কমিটি।
এই সংগঠন গঠন কল্পে ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে থেকে যাঁরা শিক্ষার্থী ছিলেন তাদের সকলের সহযোগিতা ও অংশ গ্রহন কামনা করেছেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক জনাব মোহাম্মদ ইউসুফ সাহেব।
উল্লেখ্য এই প্রতিষ্ঠানটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠার ৩৬ বছরে এই বিদ্যালয় থেকে বর্তমানে অগনিত ডাক্তার, ইন্জিনিয়ার, এডভোকেট, প্রশাসনিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা, ম্যাজিষ্ট্রট,শিক্ষক, শিল্প উদ্যোগক্তা,বিশিষ্ট ব্যবসায়ী,লন্ডন, আমেরিকা সিটিজেনসহ বিভিন্ন দেশে অসংখ্য প্রবাসী কর্মরত রয়েছেন।
আগামী ঈদুল আযাহার ৩য়দিন "ঈদ পূণর্মিলনী ও গুণিজন সংবর্ধনা" উপলক্ষে যার যার অবস্থান থেকে রেজিষ্ট্রেশন করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন আহমদ সুমন।
অনুষ্ঠানটি ঝমকালো ভাবে অনুষ্ঠিত হবে। প্রত্যেকের জন্য আকর্ষনীয় গেঞ্জি, চমৎকার ব্যাজ, স্কুলের লগুযুক্ত কলম প্রদান করা হবে,, তাছাড়া রায়ফেল ড্র সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়া প্রাক্তন শিক্ষার্থী পরিষদ গঠনের জন্য চট্টগ্রাম, ঢাকা সহ সারা বিশ্ব যাঁরা যাঁরা কাজ করতে আগ্রহী তাদের নাম, ঠিকানা, কর্মস্থল ও মোবাইল নং দেওয়ার জন্য আহবান জানিয়েছেন স্কুল পরিচালনা কমিটির সেক্রেটারি, বিশিষ্ট শিল্প উদ্যোগক্তা জনাব মোহাম্মদ বাহার উদ্দিন। সার্বিক যোগাযোগ - জামাল উদ্দিন আহমদ সুমন, প্রধান শিক্ষক, ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়।