মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম ব্যুরো প্রধান:
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বানিজ্যিক নগরী লোহাগাড়া বটতলী আইস পার্কের দ্বিতীয় তলায় শুভ উদ্বোধন হয়েছে কিবলা ট্যুরস এন্ড ট্রাভেলস এজেন্সি।
২৫ অক্টোবর জুমাবার বাদে আসর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অফিসটি শুভ উদ্বোধন করেন কিবলা ট্যুরস এন্ড ট্রাভেলস এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসাইন রেজা ও সিইও মোহাম্মদ শোয়াইব।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান, চুনতি ইউনিয়ন আমীর মাওলানা সলিমুল্লাহ, চুনতি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোফরান তোরাব, বিশিষ্ট মানবিক চিকিৎসক ডা: লোকমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তামিম মির্জা, সৃজন সাকিব, আরিয়ান হাসান, আধুনগর ইউনিয়ন বাংলাদেশ মানবাধিকার কমিশন এর সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন, লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ,ডায়মন্ড প্রবাসী গ্রুপ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্বাস উদ্দিন ও সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের ইউনিট ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।
শুভ উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আবুল কালাম আজাদ।