মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
১৪ নভেম্বর, বৃহস্পতিবার লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার মোহাম্মদ ইয়াছিন মাঝির মালিকানাধীন মেসার্স চুনতি ব্রিকস ম্যানুফেকসার (সিবিএম), আমিরাবাদ এলাকার শরীফ খান মালিকানাধীন মেসার্স বার আউলিয়া ব্রিকস (বিএবি) ও চরম্বা এলাকার খালেদা বেগম মালিকানাধীন মেসার্স আরব ব্রিকস ম্যানুফেকসার (এবিএম) ইটভাটা চিমনিসহ কিলন ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তবে কোন ইটভাটার মালিককে আর্থিক জরিমানা করা হয়নি। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।
এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল।