মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রামঃ
লোহাগাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি গ্রামের সাইরাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো ফারিহা জান্নাত (৮) ও তানজীমুল হাসান (৭)। তারা একই গ্রামের নতুনপাড়া এলাকার প্রবাসী হাসান পারভেজের সন্তান। পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান নিশ্চিত করেছেন।
মারা যাওয়া শিশুদের চাচি রুমা আক্তার বলেন, গত বুধবার ঈদের ছুটিতে ওই দুই শিশু মা তসলিমা আক্তারের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। আজ দুপুরে তাদের নিয়ে মা তসলিমা পুকুরে গোসল করতে যান। শিশুরা পানিতে নেমে খেলছিল। এ সময় তাদের মা কাপড় কাচায় ব্যস্ত ছিলেন। একপর্যায়ে মায়ের অজান্তে দুই শিশু পুকুরের পানিতে ডুবে গেছে। স্থানীয় বাসিন্দারা পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।