মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
লোহাগাড়ায় গ্রামের প্রতিটি ঘরের মহিলারা যাতে করে বিনা খরচে সেলাই কাজের প্রশিক্ষণ নিতে পারে সে মহৎ লক্ষ্যকে সামনে রেখে মোছাম্মৎ ফাতেমা চৌধুরাণী কারিগরি ইনস্টিটিউট উদ্বোধন করেছেন লোহাগাড়া উপজেলার পুটিবিলা গৌড়স্থান চৌধুরী বাড়ির কৃতি সন্তান লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়কারী ও মরহুম শাহজাহান চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা মানবতার ফেরিওয়ালা সৌদি প্রবাসী আলহাজ্ব ফয়েজ চৌধুরী।
মহিলারা যাতে মহিলা কারিগরের মাধ্যমে সেলাই কাজ শিখতে পারে সেজন্যে প্রাথমিকভাবে চারটি সেলাই মেশিন প্রদান করার পাশাপাশি পর্যায়ক্রমে আরো বেশি সেলাই মেশিনের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন ফয়েজ চৌধুরী।
২৫ জানুয়ারী, শনিবার সকাল ১০ টায় গৌড়স্থান হযরত উম্মে সালমা (রাঃ) ছোবহানিয়া মহিলা দাখিল মাদ্রাসার হলরুমে দোয়া মাহফিলের আয়ােজন করা হয়।
মাওলানা আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্টানে গৌড়স্থান হযরত উম্মে সালমা (রাঃ) ছোবহানিয়া মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা আব্দুস সোবহান এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মুন্সি ফরিদ উদ্দিন এবং প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আব্দুস সালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌড়স্থান হযরত উম্মে সালমা (রাঃ) ছোবহানিয়া মহিলা দাখিল মাদ্রাসার সেক্রেটারী মাওলানা শাব্বির হোসাইন, সাতকানিয়া সৈয়দাবাদ দুদুফকির মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রফিক আহমদ,লোহাগাড়া বটতলী শহর শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ রফিক দিদার,আমিরাবাদ সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোবারক আলী, মাওলানা সামশুল ইসলাম,পঁহর চান্দা আইডিয়াল কেজি স্কুলের শিক্ষক সাইফুল ইসলাম,লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের কুয়েত শাখার সভাপতি ফৌজুল কবির,লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল,মাষ্টার সওকত হোসাইন,মুহাম্মদ সিরাজুল ইসলামসহ এলাকাবাসিরা উপস্থিত ছিলেন।
সেলাই মেশিন পেয়ে ও বিনা খরচে প্রশিক্ষণ নিতে পারার কারণে মহিলারা ফয়েজ চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।