বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘন্টায় ৭ নবজাতকের জন্ম

Coder Boss
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬ Time View

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় সাফল্যের সঙ্গে ৭ নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে ৫টি শিশু নরমাল ডেলিভারির মাধ্যমে এবং ২টি শিশু সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্মগ্রহণ করে।

স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ও নার্সদের দক্ষ তত্ত্বাবধানে প্রসূতিরা নিরাপদে সন্তান প্রসব করেছেন। নবজাতক এবং তাদের মায়েরা সকলেই সুস্থ আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নত করতে আমরা প্রতিনিয়ত কাজ করছি। নিরাপদ মাতৃত্ব এবং শিশুর সুস্থতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।” এ সেবার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ প্রদান করেন।

হাসপাতালে সেবা গ্রহিতারা বলছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন যোগদানের পর থেকে স্বাস্থ্য সেবা অনেক উন্নত হয়েঋে। প্রসুতি মায়েরা হাসপাতালের সেবায় সন্তোষ প্রকাশ করেছেন এবং হাসপাতালের প্রতি তাদের আস্থা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102