বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
পলাশবাড়ীতে যুব সমাজের উদ্যোগে দুঃস্থ-অসহায়-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ জামালগঞ্জে প্রেসক্লাবের অভিষেক অনুষ্টান নিয়ামতপুরে মাছ ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার, আওয়ামী লীগের প্রপাগাণ্ডা বাস্তবায়ন করছে একটি চক্র নিয়ামতপুরে জোরপূর্বক মাছ ছিনিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন  অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছে আরএমপি পুলিশ কবিতা : আমি রহমত আলী কবিতার – চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা কবিতাঃ ধোঁকায় বোকা! মোরেলগঞ্জে কৃষি দপ্তরে দুদকের অভিযান ১৪টি মেশিনের ১১টি ধানকাটা কম্বাইন্ড হারভেস্টার মেশিনের হদিস নেই পুলিশ হত্যার বিচার চাই ও জয় বাংলা স্লোগান মহাখালীর দেয়ালে!

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “জরুরি চিকিৎসা বিষয়ক” সেমিনার অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৩ Time View

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “Approach to Acute Medical Emergency” বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জরুরি চিকিৎসা পরিস্থিতিতে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং সেবার মান উন্নয়নে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন ।
অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন মেডিসিন কনসালটেন্ট ডা. সুমন চৌধুরী। তিনি “Acute Medical Emergency”- এর বিভিন্ন দিক, যেমন রোগীর অবস্থা দ্রুত মূল্যায়ন, প্রাথমিক চিকিৎসা, জীবন রক্ষাকারী পদক্ষেপ এবং বিশেষায়িত কেন্দ্রে রেফারেল প্রক্রিয়ার উপর আলোকপাত করেন। সেমিনারটি সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ইশতিয়াকুর রহমান।

সেমিনারে মূল আলোচ্য বিষয় হলো- ১.প্রাথমিক মূল্যায়ন: ABCDE (Airway, Breathing, Circulation, Disability, Exposure) পদ্ধতি ব্যবহার করে রোগীর অবস্থা নির্ধারণ।২.জীবন রক্ষাকারী ব্যবস্থা: কার্ডিয়াক অ্যারেস্ট, শ্বাসকষ্ট, বা তীব্র আঘাতের ক্ষেত্রে তাৎক্ষণিক পদক্ষেপ।৩. রোগী পরিবহন ও রেফারেল: দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সঠিকভাবে রোগীকে উচ্চতর কেন্দ্রে প্রেরণ। ৪.কমিউনিকেশন ও টিম ওয়ার্ক: জরুরি অবস্থায় ডাক্তার, নার্সসহ মেডিকেল টিমের মধ্যে সমন্বয়ের গুরুত্ব।

এছাড়াও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে সেমিনারে প্রশিক্ষণ, বাস্তব অভিজ্ঞতার শেয়ারিং এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতির বক্তব্যে ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, এই ধরনের সেমিনার স্থানীয় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি চিকিৎসা সেবাদানের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবেএবং সাধারণ জনগণের জন্য জরুরি সেবার মানোন্নয়নে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102