মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের নিরাপদ ও মানসম্মত প্রসব সেবা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন মা স্বাভাবিক প্রক্রিয়ায় (নরমাল ডেলিভারি) এবং ১ জন মা সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সুস্থ নবজাতকের জন্ম দিয়েছেন।
উল্লেখিত সব প্রসব স্বাস্থ্য কমপ্লেক্সের অভিজ্ঞ চিকিৎসক ও দক্ষ স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। মা ও নবজাতক সকলেই সুস্থ আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বদা গর্ভবতী মায়েদের সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন।