মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)'র সাথে গত ২৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় তাঁর কার্যালয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, উক্ত মতবিনিময় সভায় ওসি, আরিফুর রহমান বলেন, শিক্ষকতা হল এক মহান পেশা, শিক্ষকরাই হলেন জাতি গড়ার কারিগর,সর্বোপরি শিক্ষকরাই পারেন,জাতিকে একটি সুন্দর সমাজ উপহার দিতে, লোহাগাড়া উপজেলায় যাতে শিক্ষকরা কোন প্রশাসনিক হয়রানির স্বীকার না হয়, সে বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন সকলকে আশ্বস্ত করেন, এবং লোহাগাড়ার উপজেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং প্রাথমিক শিক্ষক সমিতির সাথে একাত্মতা ঘোষণা করেন। এ সময় অন্যান্যের মধ্যে সমিতির নির্বাহী সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সিনিয়র সহ সভাপতি নাছির আহমদ, সহ সভাপতি জনাব শাহাবুদ্দিন,সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাদের, নির্বাহী সাধারণ সম্পাদক জনাব রিদুয়ানুল হক, যুগ্ম সম্পাদক সুমন মজুমদার, অর্থ সম্পাদক আতাউল্লাহ মোহাম্মদ সেলিম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক মু.আবছার,
প্রচার সম্পাদক এনামুল হক, সাহিত্য বিষয়ক সম্পাদক জনাব শাহাদাত হোসেন সোহেল ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।