মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পদুয়া মাদ্রাসায় শি’বিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এসেছেন।
লোহাগাড়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া আইনুল উলুম দারুছুন্নাহ কামিল মাদ্রাসার বার্ষিক সভায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শি”বিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
২৪ জানুয়ারী, শুক্রবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় সভাপতি উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, সহকারী অধ্যাপক মাওলানা আবুল কালাম, ব্যবসায়ী, সমাজ সেবক নুরুল ইসলাম সিকদার ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।