মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
গরীব দুঃখী মেহনতী মানুষকে বিনামূল্যে ও হাতের নাগালেই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম মানবিক সংগঠন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার সুখছড়ি ইউনিয়নস্থ লোহাগাড়া উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম সম্পন্ন হয়।
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ ফ্রি চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান।
ফ্রি চিকিৎসা ক্যাম্পে ৪ জন বিশেষজ্ঞ ডাক্তার সেবা প্রদান করেছেন। সেবা নিতে আশপাশের অসংখ্য পুরুষ, মহিলা, শিশু ও বয়স্ক মানুষ ক্যাম্পে আসতে দেখা যায়।
এসময় আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ মাহফুজুর রহমান- সভাপতি (ভারপ্রাপ্ত), মোহাম্মদ ইসমাইল-সাধারণ সম্পাদক, মোরশেদুল আলম সহ-সভাপতি, মুহাম্মদ মনজুর আলম, সাংগঠনিক সম্পাদক-
মোহাম্মদ সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক -শওকত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক-ফাহাদ চৌধুরী-, সদস্য, এস এম চিশতি-লোহাগাড়া সদর ইউনিয়ন প্রতিনিধি, নজরুল ইসলাম- লোহাগাড়া সদর ইউনিয়ন প্রতিনিধি, মোহাম্মদ সেলিম- কলাউজান ইউনিয়ন প্রতিনিধি, পুটিবিলা ইউনিয়ন প্রতিনিধি- আমিন বিন সিরাজ প্রমূখ।