মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরো চীফ, চট্টগ্রাম:
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বানিজ্যিক শহর বটতলী শপিং মলে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নিবার্হী অফিসার ইনামুল হাছান। এসময় বিভিন্ন অনিয়ম ও বেশী দামে কাপড় বিক্রির অপরাধে মোট ৫২০০০/-বায়ান্ন হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ১৯মার্চ, বুধবার,উপজেলা প্রশাসন কর্তৃক লোহাগাড়া বটতলী শহরের মার্কেটে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় এশিয়া গার্মেন্টস -মোহাম্মদ আবছারকে -৫০০০টাকা,রাজস্থান -মোহাম্মদ নাজিমকে -২০০০০টাকা,মনে রেখ-মোস্তাক আহমেদ কে -৫০০০ টাকা,দুবাই জোন-মোহাম্মদ ইউনুচকে ২০০০টাকা, শৈশব-মোহাম্মদ নাজমুল -২০০০টাকা,-দুবাই বোরকা হাউজ-মোহাম্মদ শওকতকে-১০০০০/টাকা, চমক শাড়িজ মোস্তফা কামালকে ৫০০০টাকা ও মোহাম্মদীয়া শাড়ি -আবুল বাসারকে ৩০০০টাকা
জরিমানা আরোপ করা হয়।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লোহাগাড়া উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ ইনামুল হাছান।