শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় নবগঠিত বটতলী শহর পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১ নভেম্বর শুক্রবার বাদে মাগরিব বটতলী মোটর স্টেশনের এমদাদিয়া মার্কেট চত্বরে অনুষ্ঠিত সভায় বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন
লোহাগাড়া উপজেলা জামায়াত আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াত’র সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, এসিস্টেন্ট সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান, বটতলী শহর পরিচালনা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক জালাল আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা মোঃ নাজিম উদ্দীন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াত আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী বলেন, স্বচ্ছতা বজায় রেখে ব্যবসা করা মুসলমানদের জন্য ঈমানের একাংশ। যাঁরা ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখেন তাঁদের উপর আল্লাহর বরকত নাজিল হয়। অসাধু ব্যবসায়ীরা মানবতা ও ইসলামের শত্রু। সাধারণ মানুষের কাছ থেকে গলা কাটা মূল্য আদায় করে যে সব অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছে পরকালে তাঁদের জন্য জঘণ্যতম শাস্তি রয়েছে। লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটি একটি ব্যবসায়ী বান্ধব সংগঠন এবং সব ধরণের অন্যায় ও অত্যাচারের বিরোদ্ধে উক্ত সংগঠন সব সময় সোচ্চার থাকবে। অতীতের স্বৈরচারী সরকারের সব ধরণের জোর, জুলুম ও অত্যাচারমুক্ত উক্ত বটতলী শহর, ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রত্যেকে নিজেদের স্বার্থসুরক্ষায় নির্ভয়ে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এ সংগঠন যথাযথ দায়িত্ব পালনে অঙ্গিকারবদ্ধ। সুন্দর ও গ্রহণযোগ্য পরিবেশ সৃষ্টির মাধ্যমে লোহাগাড়া বটতলী শহরকে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলার অগ্রযাত্রায় ব্যবসায়ীসহ সর্বশ্রেণীর মানুষের আন্তরিক সহযোগিতা আবশ্যক।

তিনি আরও বলেন, স্বৈরচারের দোসররা উন্নয়ন কমিটির নামে চাঁদাবাজি করে নেতাদের পকেট ভারী করছে, প্রকৃতপক্ষে কোনো ধরনের উন্নয়ন হয়নি, আহবায়ক কমিটি গঠনের পর থেকে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আগামীতে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিতদের নিয়ে গঠিত পুর্ণাঙ্গ কমিটি বটতলী শহর পরিচালনায় সুন্দর পরিবেশ সৃষ্টি করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। সব ধরণের কোন্দল ও ভেদাভেদ ভুলে সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব সরওয়ার আকতার, মাওলানা আবদুল গণি, নজরুল ইসলাম, বিদুওয়ানুল করিম এরফান, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতা তামিম মির্জা, জহির উদ্দীন ও আবু তালেব রুবেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102