মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
শুক্রবার দুপুরে লোহাগাড়া হোটেল গ্রান্ড মাশাবি তে লোহাগাড়ার স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সাউন্ড হেল্থ হাসপাতালের উদ্যোগে “সাইন্টিফিক সেমিনার ’২৪” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও শিশু বিশেষজ্ঞ জনাব ডা: ইকবাল হোসাইন। হাসপাতালের এসিস্টেন্ট ম্যানেজার ও ইনচার্জ মারুফ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ডাইরেক্টর এডমিন জনাব মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা রাখেন ডা: মনজুরুল কাদের, সহকারী অধ্যাপক নিউরোমেডিসিন, ডা: খোরশেদ আনোয়ার, ডাইবেটিস বিশেষজ্ঞ কনসালটেন্ট, ডা: শেখ মোহাম্মদ ফয়সাল, চর্ম রোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট, ডা: ইশতিয়াকুর রহমান- আরএমও, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
অনুষ্ঠানে অসংখ্য গ্রাহক, হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।