কাইথাং খুমী
থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচি সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা করেছে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন।
গত ০৫ জানুয়ারি ২০২৫ রবিবার সকাল ১০টা হতে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনে আদা ম্রো পাড়া, অংহ্লা খুমী পাড়া,ও কামসিং পাড়া সহ পাড়া অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রদান করা হয়।
হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন সমন্বয় জনাব, বিদ্যাপূর্ণ চাকমা ও পরিবার পরকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্য সেবিকা মিসেস: ওয়াংনুচিং মারমা উপস্থিত হয়ে গ্রামে গ্রামে ও পাড়াতে সকলের সাথে কুশলাদি বিনিময়ে উক্ত সেবা প্রদান করেন। এ ছাড়াও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিনামূল্যে সরবরাহ চিকিৎসা পেয়ে পাড়াবাসী হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং বলেন, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন আমাদের যে সেবা ও সহযোগীতা করছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন ও আত্নীয় স্বজন খুবই খুশী।
পাড়া স্কুল পরিদর্শনকালে বিদ্যাপূর্ণ চাকমা সমন্বয় বলেন, হিউম্যানিটারিয়ান সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাহাড়ে বসবাসরত পিছিয়ে পরা সব জনগোষ্ঠীর সুরক্ষার পাশাপাশি প্রয়োজনীয় সকল ধরণে মানবিক সহায়তা করতে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বদ্ধপরিকর।