মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া বটতলী শহর শাখার উদ্যোগে গত ২৮ নভেম্বর রাত ৮ টা থেকে কর্মীদের প্রশিক্ষণ শালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা কুতুব উদ্দিন সাহেব। তিনি আল কোরআন থেকে দরস পেশ করেন।
অনুষ্ঠানে প্রধান মেহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও উপজেলা প্রশিক্ষণ সম্পাদক, শ্রমিক কল্যাণের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের ইসলামী আন্দোলনে আদর্শ কর্মীর মৌলিক গুণাবলী বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। গেস্ট অব অর্নার হিসেবে উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি জনাব মাষ্টার আবদুস সালাম সাহেব সংগঠনের গুরুত্ব সম্পর্কে আলোচনা পেশ করেন।
উদ্ভোধনী বক্তব্যে লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি এম, রফিক দিদার আনুগত্যের উপর গুরুত্বারোপ করেন এবং বটতলী শহরের শ্রমিক কল্যাণ,ও জামায়াত কে আগামীর যে কোন রাজনৈতিক কর্মসূচি মুহূর্তেই বাস্তবায়ন ও সফল করার জন্য প্রস্তুত থাকার আহবান জানান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বটতলী শহর সেক্রেটারি আলহাজ্ব শাহাবুদ্দিন।